বরিশাল বিভাগের একটি ঐতিহ্যবাহী এলাকা গৈলা।হাটবাজারের কথা তুলতে গেলেই চলে আসে গৈলা বাজারের কথা।শত বছরের এই বাজারটি এখনও তার ঐতিহ্য বুকে নিয়ে এখানকার মানুষের সেবা দিয়ে যাচ্ছে।এছাড়াও ব্রিটিশ শাষনআমল থেকে আরোও কয়েকটি বাজারের এই ইউনিয়নে চালু রয়েছে। নিচে গৈলা ইউনিয়নের বাজারের তালিকা দেওয়া হল।