Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষা

বরিশাল শহর থেকে ২৬ মাইল  উত্তর পশ্চিমে আগৈলঝাড়া থানায় গৈলা গ্রাম অবস্থিত। সুলতানী  আমলে  গৈলা বাংলা ও সংস্কৃত চর্চার জন্য বাংলা ভারতে বিখ্যাত ছিল। গৈলার পন্ডিত ত্রিলোচন কবি ভরত সংস্কৃত ব্যাকরণের প্রশিদ্ধ টীকাদার ছিলেন। গৈলা, মুড়িহার, ফুল্লশ্রী, শিহিপাশা, কালুপাড়া এ গ্রামগুলো শিক্ষায় অগ্রণী ছিল। ১৮৮৫ খ্রিস্টাব্দে গৈলা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। গৈলার মদনমোহন কবীন্দ্র কলেজ নামে একটি সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠা করেন। উচ্চ শিক্ষার জন্য গৈলা বাংলার একটি অন্যতম শ্রেষ্ঠ গ্রাম। এ গ্রামের অনেক ছাত্র-যুবক অনুশীলন ও যুগান্তর দলের সদস্য ছিলেন। স্বাধীনতা সংগ্রামে এখানকার অনেক বিপ্লবী দীর্ঘদীন কারা বরণ করেছেন। ১৫ শতকের বিখ্যাত কবি বিজয় দাসগুপ্ত এই গ্রামেরই সন্তান যার মনসা মঙ্গল কাব্য আজও জগৎ বিখ্যাত এবং বরিশালের প্রথম গ্রাজুয়েট চন্দ্র কুমার দাস এই গৈলারই কৃতি সন্তান।এছাড়াও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ গৈলার তারকেশ্বর সেনগুপ্ত ও বরিশালের প্রথম আই,সি,এস গৈলার রণজিত গুপ্ত।