Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাল্য বিবাহ থেকে বিরত থকুন।
বিস্তারিত
  • বাল্য বিবাহের কুফল

     
      ০১। যেসব মেয়েদের কম বয়সে বিয়ে হয় তাদের প্রায়শঃই তাড়াতাড়ি যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়া এবং বাচ্চা হওয়া সম্পর্কিত স্বাস্থের ঝুঁকি থাকে, এইচআইভি এবং ফিষ্টুলা সহ নানা রোগে আক্রান্ত হয়। 
  •           
  •   ০২। ছোট মেয়েরা যাদের গণ্য করা হয় না, ক্ষমতা থাকে না বা পরিণত হয় না- প্রায়শঃই তারা পারিবারিক হিংসা, যৌন অত্যাচার এবং সামাজিকভাবে বিচ্ছিন্নতার শিকার হয়।     
  • .
  •   ০৩। তাড়াতাড়ি বিয়ে মেয়েদের তাদের শিক্ষা এবং কার্য্যকরী কাজ থেকে বঞ্চিত করে, ফলে ক্রমাগত গরীব থাকে।
  •  
  •   ০৪। বাল্য বিবাহের এক ফল হিসেবে চক্রাকারে ক্রমাগত লিংগের অসমতা, অসুস্হতা এবং গরীবি চলতে থাকে।
  •  

মেয়েদের ছোট বয়সে বিয়ে দেওয়া, যখন তারা শারীরিকভাবে পরিণত হয় নি, সবচাইতে বেশী  মায়ের এবং শিশুর মৃত্যুর কারণ হয়।    

 

 

তাড়াতাড়ি/বাল্য বিবাহের কারণ এবং কি কি পদক্ষেপ নেওয়া উচিত

০১। দারিদ্র

০২।মেয়েদের শিক্ষার নিম্ন মান

০৩।মেয়েদের নীচু গণ্য করা এবং আর্থিক বোঝা ভাবা     

০৪।সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য 

সরকার এবং এনজিও রা যে পথে চেষ্টা করছে

  • ০১। বাল বিবাহের বিরুদ্ধে আইন বানাচ্ছে  
  • ০২। মেয়েদের শিক্ষার উপায় বাড়াচ্ছে  
  • ০৩। ক্ষতিকর সাংস্কৃতিক ধাঁচ বদলাচ্ছে    
  • ০৪। সামাজিক অনুক্রমে সহায়তা দিচ্ছে     
  • ০৫। বিদেশী সহায়তা যথা সম্ভব বাড়াচ্ছে        
  • ০৬। যুবতী নারীদের আর্থিক সুযোগ দিচ্ছে        
  • ০৭। কম বয়সী বধুদের বিশিষ্ঠ প্রয়োজনের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছে   
  • ০৮। বিভিন্ন অনুক্রম খতিয়ে দেখছে যে কোনটা কাজের হবে      
  •  
  • সরকারী উদ্যোগ

    • ০১। বাল বিবাহ বন্ধ করার আইন
      ০২। বাল্য বিবাহ কি করে সমাপ্ত করা যায়।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/03/2020
আর্কাইভ তারিখ
31/12/2021