বরিশাল শহর থেকে ২৬ মাইল উত্তর পশ্চিমে আগৈলঝাড়া থানায় গৈলা গ্রাম অবস্থিত। সুলতানী আমলে গৈলা বাংলা ও সংস্কৃত চর্চার জন্য বাংলা ভারতে বিখ্যাত ছিল। গৈলার পন্ডিত ত্রিলোচন কবি ভরত সংস্কৃত ব্যাকরণের প্রশিদ্ধ টীকাদার ছিলেন। গৈলা, মুড়িহার, ফুল্লশ্রী, শিহিপাশা, কালুপাড়া এ গ্রামগুলো শিক্ষায় অগ্রণী ছিল। ১৮৮৫ খ্রিস্টাব্দে গৈলা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। গৈলার মদনমোহন কবীন্দ্র কলেজ নামে একটি সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠা করেন। উচ্চ শিক্ষার জন্য গৈলা বাংলার একটি অন্যতম শ্রেষ্ঠ গ্রাম। এ গ্রামের অনেক ছাত্র-যুবক অনুশীলন ও যুগান্তর দলের সদস্য ছিলেন। স্বাধীনতা সংগ্রামে এখানকার অনেক বিপস্নবী দীর্ঘদীন কারা বরণ করেছেন। ১৫ শতকের বিখ্যাত কবি বিজয় দাস গুপ্ত এই গ্রামেরই সমত্মান যার মনসা মঙ্গল কাব্য আজও জগৎ বিখ্যাত এবং বরিশালের প্রথম গ্রাজুয়েট চন্দ্র কুমার দাস এই গৈলারই কৃতি সমত্মান।এছাড়াও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ গৈলার তারকেশ্বর সেনগুপ্ত ও বরিশালের প্রথম আইসিএস গৈলার রণজিত গুপ্ত।
ক) নাম – ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ।
খ) আয়াতন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩২৩২৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৮ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৮ টি।
চ) হাট/বাজার সংখ্যা - ৭ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/রিক্সা/টেম্পু/মটরসাইকেল যোগে ।
জ) শিক্ষার হার – ৬৯%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৫ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৮ টি,
উচ্চ বিদ্যালয়ঃ - ৬ টি,
মাদ্রাসা- ১ টি।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) এতিমখানা- ২ টি।
ঠ) জামে-মসজিদ,মন্দির, গির্জা- ৫৫,৩১,৩ টি।
ড) এন,জি,ও-৯ টি।
ঢ) সরকারি অফিস-৪ টি।
ণ)হাসপাতাল-৪ টি।
ত) ঐতিহাসিক/পর্যটন স্থান – গৈলা মনসা মন্দির।
থ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
দ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৩/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ধ) গ্রাম সমূহের নাম –
গৈলা বুধার পূর্ব কাঁঠিরা
উত্তর শিহিপাসা দাসপট্টি পশ্চিম কাঁঠিরা
মধ্য শিহিপাসা কালুপারা পূর্ব সুজনকাঠী
দক্ষিন শিহিপাসা কাঁঠিরা পশ্চিম সুজনকাঠী
সেরাল মুরিহার পশ্চিম রাউতপাড়া
টেমার পতিহার তালতা
ন) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস