শিরোনাম
গৈলা বাজারে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের নতুন শাখা চালু।
বিস্তারিত
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গৈলা ইউনিয়নের সবচেয়ে বড় বাজার গৈলাতে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের নতুন শাখা চালু হচ্ছে।জুলাই মাসের মাঝামাঝি গৈলা বাজারের উত্তরের গলি স্বর্নকার পট্টিতে এই শাখার শুভ উদ্ভোদন করার সম্ভাবনা রয়েছে।