Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কবি বিজয় গুপ্তের মনসা মন্দির
স্থান
গৈলার বাজার এর উত্তর পাশে
কিভাবে যাওয়া যায়
গৈলার বাজার গিয়ে উত্তরের গলিতে ব্যংক রোড থেকে আধা কিলো রাস্তা সামনে এগুলেই দেখা যাবে পনের শতকের কবি বিজয় গুপ্তের মনসা মম্দির।
বিস্তারিত

মনসা মঙ্গল মহাকবি বিজয় গুপ্তের অমর সৃষ্টি। শ্রী শ্রী মনসাদেবী কর্তৃক সপ্নাদিষ্ট হয়ে বাংলা সাহিত্যের পৃষ্টপোষক তৎকালীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ এর রাজত্বকালে আনুমানিক ১৪৯৪ খ্রীস্টাব্দে বিজয় গুপ্ত এ মঙ্গলকাব্য রচনা করেন। তার পিতা সনাতন গুপ্ত এবং মাতা রুক্সনী দেবী। মনসাকুন্ড নামে পরিচিত মনসা বাড়ির দীঘীর দক্ষিন পারে কবির বসতভিটা ছিল।