মনসা মঙ্গল মহাকবি বিজয় গুপ্তের অমর সৃষ্টি। শ্রী শ্রী মনসাদেবী কর্তৃক সপ্নাদিষ্ট হয়ে বাংলা সাহিত্যের পৃষ্টপোষক তৎকালীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ এর রাজত্বকালে আনুমানিক ১৪৯৪ খ্রীস্টাব্দে বিজয় গুপ্ত এ মঙ্গলকাব্য রচনা করেন। তার পিতা সনাতন গুপ্ত এবং মাতা রুক্সনী দেবী। মনসাকুন্ড নামে পরিচিত মনসা বাড়ির দীঘীর দক্ষিন পারে কবির বসতভিটা ছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস