Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গৈলা জমিদার বাড়ি
স্থান
গৈলা বাজার সংলগ্ন,৪নং গৈলা মডেল ইউনিয়ন।
কিভাবে যাওয়া যায়
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে উত্তরদিকে/গৈলার বাজার থেকে পুর্বদিকে পায়ে হেঁটে বা ভ্যান / রিক্সা যোগে কিছুদুর যেতেই এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ী। ভাড়ার হার- ১০ -১৫ টাকা। (জনপ্রতি ভ্যান / রিক্সা যোগে) ।
বিস্তারিত

এখানকার ঐতিহ্যটা অনেকটা রহস্যময় ও কাল্পনিক গল্পের মত।তবুও যুগের পর যুগ এই জমিদার বাড়ি তার সত্যকে বুকে নিয়ে মানুষের মুখে মুখে আজও বেশ পরিচিত।ব্রিটিশ শাসনামলে ৩৬৫ঘর তালুকদারের বসতি ছিল গৈলাতে আর এই ৩৬৫ ঘর তালুকদারদের জমিদার ছিলেন জমিদার মোহন লাল মুন্সী।তার ছিল বহু শাখা বিশিষ্ট দ্বি-তল প্রাসাদ যার অর্ধেক অংশ ছিল মাটির নিচে।এই প্রাসাদে ছিল বাহারি ময়ূর এবং নজর কারা হরিণ।এছাড়াও প্রাসাদের গায়ে ছিল নানান বাহারি কারুকাজ যাতে ছিল বিভিন্ন পশু-পাখি ও হিংস্র প্রানীর ছবি।তবে তার ঐতিহ্যের মধ্যে মানুষের মনে আজও একটি ঘটনা সারা দেয় যেটা ছিল এই জমিদারের বাড়িতে যখন মেয়ে জামাইকে আমন্ত্রন করা হয় তখন তার আগমন উপলক্ষে একটি আলাদা চালের রাস্তা করা হয়(প্রায় আধা কিলো রাস্তা তিন ফুট উঁচু)।